Saturday, August 30, 2025
Homeবিনোদনটেইলার সুইফটের প্রায় ৫কোটি টাকার বাগদানের আংটি কী ভারত থেকে!!

টেইলার সুইফটের প্রায় ৫কোটি টাকার বাগদানের আংটি কী ভারত থেকে!!

আংটিটি ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা

ওয়েব ডেস্ক: খ্যাতনামা মার্কিন পপ তারকা(Famous American Pop Singer) টেইলার সুইফট(Taylor Swift)ও কানসাস সিটি চিফসে(Kansas City Chiefs)এর ফুটবল খেলোয়াড়(Football Player) ট্রাভিস কেলসে(Travis Kelce)র সঙ্গে সম্প্রতি বাগদানের(Engagement) ঘোষণা করেছেন। গত দু’বছর ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দুজনের রোমান্টিক ছবি শেয়ার করে টেইলার সুইফট লিখেছেন,’আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে চলেছেন’। মুহূর্তে ভাইরাল হয় সেই পোস্ট।

আরও পড়ুন:অস্কারের নমিনেশনে ঋতাভরীর ছবি, চর্চায় ‘পাপা বুকা’

শুভেচ্ছার বন্যায় ভেসে যায় কমেন্ট বক্স। এ পোস্ট দেওয়ার ১৩ ঘণ্টায় রিঅ্যাকশন পড়েছে ২ কোটি ৬৪ লাখের বেশি । বিশেষজ্ঞদের ধারণা সুইফটের বাগদানের এই হীরের(Diamond) আংটিটি(Engagement Ring) সম্ভবত ভারতের গোলকুন্ডা খনির। এটি কয়েকশো বছরের পুরনো। আংটিটি ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা।

মঙ্গলবার বাগদানের সময় হীরের আংটি টেইলারকে উপহার দেন কেলস। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি দেখার পর নেটিজেনদের চোখ আটকে গেছে সেই রাজকীয় আংটিতে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী হীরের এই আংটির দাম আনুমানিক ৫ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ টাকার মূল্যে প্রায় ৫ কোটি টাকা।
পুরনো ধাঁচের ওল্ড মিনি ব্রিলিয়ান্ট কাট ডায়মন্ড বসানো এই আংটিতে আছে আভিজাত্যের ছোঁয়া।
প্রসঙ্গত,দ’বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকা অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করার পর তাঁদের প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।

এর আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেইলর সুইফট। মার্কিন পপ তারকা টেলর সুইফট ও জো অ্যালউইনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৭ সালের জুন মাসে। তখন ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় তাদের। এর প্রায় এক মাস পর মাথায় হুডি চাপিয়ে দুজনকে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায়।

হলিউড তারকা টম হিডেল স্টোনের সঙ্গে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর উঠতি তারকা জোয়ের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়ান টেইলর। সম্পর্কের শুরুর দিকে লন্ডনে ছদ্মবেশ নিয়ে জোয়ের সঙ্গে দেখা করেন তিনি। তবে এ প্রেম টিকেনি। ২০২৩ সালের এপ্রিলে এ জুটির বিচ্ছেদের খবর জানা যায়।

সুইফট ১৪টি গ্র্যামি পুরস্কার জিতেছেন, যার মধ্যে চারটি ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ পুরস্কার অন্তর্ভুক্ত।তিনি ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ বিভাগে চারবার জেতা প্রথম শিল্পী, তার বিশ্বব্যাপী একটি বিশাল ভক্ত গোষ্ঠী রয়েছে যা “সুইফটিস” নামে পরিচিত।

দেখুন অন্য খবর:

Read More

Latest News